Review This Poem

রুটিন মাফিক রেস্তোরাঁর সেই কিনারের নির্জন টেবিলটায়
হারানো বিকেলের মত যৌবনের তীব্র উন্মাদনা নিয়ে
আমরা কেউই হয় তো আর মুখোমুখি হবো না
কফিতে চুমুকের বদলে ভুল করে খুঁজবো না ঠোঁটের উষ্ণ ছোয়া

বৃদ্ধ চোখ জোড়া চাইবে না কারো নিবিড় দর্শন
রাখবো না খোঁপায় ফুল গুঁজে দেওয়ার আবেগি আবদার
বাতায়ন খুলে অপলক চাইবো না চেনা পথের বাঁকে
বারংবার খুলে দেখবো না চিঠির বাক্স আর ফোনের বার্তা

হয় তো আর পার্কের ব্যস্ত বেঞ্চে বসে মেতে উঠবো না
গভীর কথপোকথন আর বাদামের খোসা ছাড়াতে
জোনাক জ্বলা সন্ধ্যায় ঝিঁঝি পোকার গানে মেতে
হয় আর দেখবো না পূর্ণিমার সেই যুবতী চাঁদ
গুনবো না খইয়ের মত ফুটে থাকা নক্ষত্র গুলো

হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে হয় তো আর
পিছু ফেলা হবে না একের পর এক স্টেশন
নগ্ন পায়ে মাড়াবো না শিশির ভেজা ঘাস
কাকতাড়ুয়ার মত কাঠ ফাঁটা চৈত্রের মধ্যদুপুরে
অসহ্য যন্ত্রণা সঙ্গ করে গুনবো না অপেক্ষার প্রহর

হয় তো অচল মুদ্রার মত সিথানে পড়ে থাকবে রক্তাক্ত স্মৃতি
সাত সমুদ্রের তৃষ্ণায় চৈত্রের মাটির মত ফেটে যাবে হৃদয়
ব্যদনার শরীর ভিজে যাবে ভীষণ অদ্ভুত ঘামে
আমরা সাঁতরাবো অনন্তকাল নিবো লম্বা শ্বাস

পৌষের রাতে শীতার্তের মতই পোহাবো বিচ্ছেদের অনল
বুক খুঁড়ে পুঁতে রাখবো বিষাদের আস্ত আকাশ
দূরত্ব বাড়বে বাড়বে আমাদের ভালোবাসার খুশবু
তবুও বুকের মধ্যে পরম যত্নে পুষে রাখবো অভিমানের আকাশ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments