বাংলা কবিতা, যাত্রা কবিতা, কবি নাজমুল হোসেন নয়ন - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

প্রবল জীবন তৃষ্ণার ব্যাসার্ধে জেগে উঠি আবার
অন্তর্ঘাতী নৈঃশব্দিক দুপুরে !!
মাতৃগর্ভের নিরেট অন্ধকার যাপন শেষে
প্রাগৈতিহাসিক আলোর প্রলুব্ধ আহ্বানে
পৃথিবীর জীব রূপে লটকে যাই বোধের চরকে।
চৈত্রের তৃষ্ণাতুর মাটি চুষে খায় চুয়ে পরা রক্ত।
অস্থিমজ্জার মিছিল গিয়ে থামে কপট নিউরনে
গহন ক্ষতির সাঁকো নিদারুণ অসারতায়
বুকে পিঠে জল ছুঁয়ে দেখে পাড়ের ভাবনায়।

মহাকাল বুঝে ওঠার অভিশাপে আমাকে গিলছে
পৃথিবীর নাভিদেশে চুয়ে পরা মাতাল শরাব ।

মদে আর নেশা কই হয় ?
যতটুকু নেশাতুর হয়ে উঠি বকুল গন্ধে ।
বকে যাওয়া নিউরোন গুলো আমায় ঝুলিতে তুলে নেয় প্রাগৈতিহাসিক কায়দায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments