অন্তর আত্মার নীল কুঠির
সেখানে আগুন গলে মোম হয়,
বৃষ্টির জল যেন কেরোসিনের সল্তেকে উষ্কে দেয় ।
সাঁঝবাতি হাতে দাঁড়িয়ে ডাহুকী শৈশব।
মাটি পুড়ে খাক মেঘের বুকের উষ্ণতায়,
হাসনাহেনা থেকে মুখ ফিরিয়ে নেয়
খসে পরা একটা বেদনাতুর জলহাস।
তখন মাটির শরীর জড়ে যৌবনের ঘ্রান
আর আমার শৈশব চুরি হয়ে যাওয়া,
তামাটে রাত,অথবা ডানা ঝাপটানো পায়রার
লীন হয়ে আসা চোখ।
2020-06-20