বাংলা কবিতা, ওজন কবিতা, কবি Nazmul Hossen Nayon - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

পৃথিবীর সমান ওজন নিয়ে ঝুলে আছি
পিতৃপুরুষের কাঠগড়ায়

টাকি শুটকির মতো দড়িতে ঝুলে মাপছি
রাষ্ট্রের নিঃশ্বাসের ওজন ।।

পেটের ঠিক মাঝ বরাবর বিঁধে আছে
নিউরনে গুঁজে রাখা ইতিহাসের প্রতারক সুঁই ।।

চৈতালি রোদ তুলার মত ছিঁড়ে ছিঁড়ে উড়াচ্ছে
পৃথিবীর নাভিগোলকের ব্যাসার্ধ।

কবিতার অভিপ্রায় রাবার স্কেলে মাপে কবির উচ্চতা।।

বিভাজনের বলিষ্ঠ রেখায় দাঁড়িয়ে
কবির অভিপ্রয়াণের ইস্তেহার পড়ে শোনায়
বেওয়ারিশ শব্দ !!

তিন মাথাওয়ালা মানুষের সামনেই উঁচিয়ে ধরি
বহন করা অনুশোচনার গন্ধম ফল
দ্বান্দীক ঐক্যে প্রচলিত সত্য উঠে আসে
কবির ভাতের থালায়।

নৈতিক সংশয় কাটিয়ে কবি হয়ে ওঠে ক্ষুধাতুর বৃক্ষ
চৈতন্যের বৈপরীত গোপন সঙ্গমে
তুষ্ট কবির মন!

যুগ্ন বৈপরীত্যের আনুভূমিক রেখায় হেঁটে
তথ্যের ঝুলি লট্কে যাচ্ছে রাস্তার মাথায় ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments