বাংলা কবিতা, লোনা জলের তিক্ত স্মৃতি কবিতা, কবি নাঈম আহমেদ - কবিতা অঞ্চল
Review This Poem

এইতো সেদিন সমুদ্রজলে তোমার প্রতিচ্ছবি খুঁজতে গিয়ে,
প্রবালে আমার হৃদয় কেটে একাকার।
লোনা জলের সাথে ভেসে আসে সব তিক্ত স্মৃতি।
কষ্টগুলোকে বাষ্প করে –
লবনের ন্যায় মূল্যবান করার প্রক্রিয়া আমার জানা আছে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments