অতীতের কোন দুপুরে ব্যস্ত শহরে
ধূলোমাখা কোন রাস্তার পাশে চায়ে চুমুক।
অথবা লোকাল বাসের চিটচিটে সিটে বসে,
কোনো অলিখিত কাব্যের লাইন মেলানোর চেষ্টা।
এখনে ধূলো নেই, নেই রাস্তার পাশের চা
এখানে বন্ধুত্ব নেই, সব কিছুতে কৃত্তিমতা।
এখানে ঘুম আছে, দিন নেই
এখানে সুখ আছে, হাসি নেই।
2020-03-28