বাংলা কবিতা, কর্কটক্রান্তিতে বসবাস কবিতা, কবি নাঈম আহমেদ - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

কর্কটক্রান্তি রেখায় আমার বসবাস,
হোক তা তোমার থেকে হাজার মাইল দূরে।
এখানেও পলাশ-শিমুল এ রক্তাভ হয় চারদিক।
বৈশাখ আগমনী বার্তা ছড়িয়ে যায়।
আমার ঘর্মাক্ত দেহ প্রশান্তি খোঁজে,
সমুদ্রান্তর পেরিয়ে তোমাকে ছুঁয়ে আসা-
দখিনা শীতল বাতাসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments