অনেক রাত এখন,
এক অচেনা বিশাল ঘুমন্ত নগরী ।
ঘুমহীন কাটে সময়,
জানালার পাশে একা বসে
বৃষ্টিভেজা শীতল বাতাস বাহিরে।
যতদূর চোখ যায় দালান আর বাতি।
রাস্তাগুলো সব মানবহীন।
নিজের ঠিকানা নিজেই জানিনা।
যত দূরেই হোক ছুটে যাবো বারবার,
জানিনা কবে হবে সমাপ্তি অপেক্ষার।