অতৃপ্ত কোন সন্ধ্যায় তুমি চলে যেও,
খোলা কোন জানালার ধারে।
দূর পাহাড়,সাগর পেরিয়ে আসা দীর্ঘশ্বাস,
মিথ্যেভাবে তোমাকে যাক শান্ত করে।
2020-03-13
অতৃপ্ত কোন সন্ধ্যায় তুমি চলে যেও,
খোলা কোন জানালার ধারে।
দূর পাহাড়,সাগর পেরিয়ে আসা দীর্ঘশ্বাস,
মিথ্যেভাবে তোমাকে যাক শান্ত করে।