আকাশ হতে মানুষ পড়ছে!
পিসার হেলানো টাওয়ারে হেলান দিয়ে
আমি দেখছি তার পড়ে যাওয়া।
তা দেখে পিকাসো কিংবা ডালি,
একে ফেলতো কোনো সুরিয়াল ছবি,
গ্যালিলিও লিখতো কোনো নতুন সূত্র,
পড়ন্ত বস্তুর মতো পড়ন্ত মানুষের সূত্র।
শুনছো গ্যালিলিও-
মানুষের পতন যদি হতো
পড়ন্ত বস্তুুর মতো,
পড়তে পড়তে পড়ন্ত মানুষ
মাটিকে স্পর্শ করার আগে
তাকে থামাতে চাইতো কোনো মসীহ,
তবুও হয়তো মানুষ পড়ত।
পড়ন্ত বস্তুকে থামানো যায়
পড়ন্ত মানুষকে যায় না,
যদি না সে থামতে চায়
আমি হেলান দিয়ে দেখি
তার পড়ে যাওয়া
সে কি থামতে চায় নাকি চায় না।
2023-08-29