ঝাপসা চোখে দেখি
কিছুই যায় না বোঝা
তাই তো পাই অংকেতে
শূন্য আণ্ডা গোল্লা !
চোখে আলো কম
কি করি যে তাই
পণ্ডিত মশাই কহে
বেত আন আগে পিটাই
বলি ওহে পণ্ডিত
চোখের আলো বাড়িয়ে দাও
তার পর দেখো অংকে ১০০ পাই ।
2022-09-18
ঝাপসা চোখে দেখি
কিছুই যায় না বোঝা
তাই তো পাই অংকেতে
শূন্য আণ্ডা গোল্লা !
চোখে আলো কম
কি করি যে তাই
পণ্ডিত মশাই কহে
বেত আন আগে পিটাই
বলি ওহে পণ্ডিত
চোখের আলো বাড়িয়ে দাও
তার পর দেখো অংকে ১০০ পাই ।