মুখে দুর্গন্ধ
খানা খেয়ে মাজেনি দন্ত
মুখ চিপে হাসে
বেকুবের মামা কান্ত !
আহা কি নোংরা অসভ্য
মুখে দুর্গন্ধ !
নুন আর লেবু
দিয়ে দাঁত মেজে দেখ
স্বস্তি পাবি
দুর্গন্ধ দূর হবে !
সস্তা দন্তবিদ
পড়ে কিছু মন্ত্র
দেখ চেয়ে দাঁতগুলো
এখন যে মণি মুক্ত
রাজহাঁসের মত ঠোঁট দিয়ে হেসে যায়
দেখি সব দাঁতগুলো রেগে দুরে দুরে সরে যায়
মিটমিট করে নকল দাঁতের কবি কবিতা পড়ে
হাতে নিয়ে মেশিন যন্ত্র
একা এসে কি ভুল করেছি
দেখি চেয়ে কথা নেই মুখে
ফাঁকা দাঁতে মুরগির টুকরো আটকে থাকে ।