ভূতের ছানা নাম কি তোর
বলি থাকিস কোথা বল তো
তালগাছেতে বাসা বুঝি
ঠিক ঠিক জানিস তো ।
কুমড়ো ফোটাস
খটমট কটাস
ডুম ডুম ফুটফুট
ইচি ,নি সান ,সি ,গো ।
লাফিয়ে বেড়ায়
ভূতের ছানা
বলি সোওয়ারু সোওয়ারু
পড়ে গিয়ে মেঝেতে
কোওয়ারু কোওয়ারু
তাতছু তাতছু ।
ভূতের ছানা নাম কি তোর
বলি থাকিস কোথা বল তো
তালগাছেতে বাসা বুঝি
ঠিক ঠিক জানিস তো ।
কুমড়ো ফোটাস
খটমট কটাস
ডুম ডুম ফুটফুট
ইচি ,নি সান ,সি ,গো ।
লাফিয়ে বেড়ায়
ভূতের ছানা
বলি সোওয়ারু সোওয়ারু
পড়ে গিয়ে মেঝেতে
কোওয়ারু কোওয়ারু
তাতছু তাতছু ।