বলি এসব কি করছ তুমি
এসব কি জীবনে খেয়েছি ?
বড় থালা সাজা আর
ডালে আলুতে মাছের বড়া ?
কথা বলে ভীষণ মিষ্টি করে
সুরে আর সুরলা কণ্ঠে
রাগ নেই এক ফোঁটা
একেবারে সহজ সোজা ।
বলে বড় মাছের পিস
আহা জীবনে চোখে দেখেনি
রান্না ঘরে দাঁড়িয়ে থাকে
কখন শেষ হবে ?
একটু প্লিজ
দুটো শুকনো মরিচ পোড়া
সাথে সাথে চেঁচিয়ে উঠে
বন্ধ কর নোংরা নোংরা
কাশির সাথে হাঁচি
দুটোতেই মারামারি !
সারাদিনই চলে লেখাপড়া
গবেষণা আর গবেষণা
শিক্ষকের প্রেমে পড়া !
যদি সে একটি বার খুঁজে পায়
সেই আশায় পথ দেখা !
ভালোবাসার ঢিল দিলাম ছুঁড়ে
জানি সে বিজ্ঞানের বই লেখে
লম্বু বাবা সেই একজনই
গবেষণার হাতেখড়ি
সত্যি বলছি ভালোবাসি ।