Review This Poem

নেমা নেমা সোবা সোবা
খাই খাবি খাই
সয়াসসে ডুবে আছে
কি দিয়ে খাই ?

খুঁজি খুঁজি কাঁটা চামচ
সে তো আর নাই
বদলে গেছে সব কিছু যে
জাদুর শহর ভাই !

ঐ তো পেয়েছি দুটি কাঠি
তিনটি আঙ্গুলে ধরে রাখি

গাসুপ গুপুস শব্দ করে
চুক চুক করে খাই
ওইশি ওইশি ভীষণ মজা
সোবা নুডুলস সাথে চিংড়ী ভাঁজা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments