Review This Poem

কুশায়ায় ঢেকে থাকা
পাহাড়গুলোকে আজকাল
চিনতে পারা যায় না
অচেনা অজানা ধুলোময় স্মৃতি ।

দাঁড়িয়ে থাকে আর ভাবে
কেউই নেই ওপাশে
গানের সুর বেজেই চলে
স্বপ্ন দেখার নতুন সুর তোলে ।

ধীরে ধীরে কাছে আসা
যেমন ভাবে হয়ে গেছে
ঐ পাহাড়ের সাথে ঝর্নার
অচেনা অজানা ধুলোময় স্মৃতি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments