আয় আয় খাবি নাকি
করল্লার মিঠাই
তেতো তেতো
মুখে লাগে কি করি ভাই !
নুনে মেখে রাখি
বুঝি তেতো কমে যায়
পানি মেরে ধুয়ে আনি
কল ঘরে যাই !
হায় হায় ইতনা লম্বা লাইন
চুপ করে দাঁড়িয়ে থাকি
ঠাসাঠাসি গেদাগেদি
দেখেই পালাই !
আয় আয় খাবি নাকি
করল্লার মিঠাই
তেতো তেতো
মুখে লাগে কি করি ভাই !
নুনে মেখে রাখি
বুঝি তেতো কমে যায়
পানি মেরে ধুয়ে আনি
কল ঘরে যাই !
হায় হায় ইতনা লম্বা লাইন
চুপ করে দাঁড়িয়ে থাকি
ঠাসাঠাসি গেদাগেদি
দেখেই পালাই !