এ কবিতার শেষ পঙক্তি পড়ে তুমি পাগল হয়ে যাবে।
কয়েকটি বাগান ছেড়ে পুলিন পরে হাতরাবে জ্ঞান
তোয়স্রোতে ডোবাবে অঙ্ঘ্রি, কুন্তলজুড়ে ছোঁয়াবে যামিনী,
অন্ধকার নামাবে দেহে, নগ্ন স্বপ্নে ভেজাবে বুক
ধরফরিয়ে উঠবে স্ফুরণ ধ্বনি দিয়ে, ময়ূরের মতো
মেলে ধরবে অলপ রূপ, ফোয়ারা নামাবে সূর্যে
সবকিছু যখন চুপ?
ময়ূখমালি হয়ে উঠে দাঁড়াবে একটি দিন পর
তরু আংরাখা জড়াবে শরীর।
এভাবে কেটে যাবে কিছুক্ষণ।
পাণি তুলে নিবে আকাশে
ইশারায় আঁকাবে নারসিসাস
ডুবে যাচ্ছে গভীরে,আরও গভীরে
সে আকাশের বেধও যতোটা নয়
ততোটা গভীরে।
নীল ক্যানভাস ফেটে;ছুটে আসবে অত্রি
প্রতিধ্বনির ইন্দ্রজালে জমা অমাবস্যা
অক্লীব দেহে ধেয়ে আসবে তোমার দিক
দিগ্-বিদিক দৌঁড়োতে থাকবে তুমি পুরো রাত্রি।