দীপ্তি যেদিন বন্দী হলে কাচের ভেতর?
আমি সেদিন মেঘ মানিনি।
উর্বীজুড়ে সাড়া পড়ে গেল,
আমার গর্জনে কেউ ভয় পায়নি।
জানো?
তুমি আলো হয়ে জ্বলতে থাকলে একা, খুব একা। আমি যদিও ধরা দেইনি তবু আর কত শতাব্দীরেখা?
আমাকে বুঝে কজন আর ওই নভঃ অতল তলে?
কবি ছাড়া।
এই সৃষ্টি না হয় জড় হয়েই রইলাম।
পরেরবার,যদি মানুষ হই?
তুমিস্পৃষ্ট হয়েই বাঁচবো কথা দিলাম।