তোমাকে এতো বেশী মানায়!
যে বা যারা, ছুঁয়েছিলো তোমায়?
এমনকি ফাঁসির দড়িতেও মানায়।
শেকড় থেকেও গভীরে তোমার বাস।
হায়! আজন্ম তামিস্র ভয়ের ঊর্ধ্ব
ফানুস থেকে আগুন লেগে যায়
মা হারা বুকের মতো জ্বলতে থাকে
জমানো অর্থ।
ইচ্ছাস্পর্শের অযত্ন জলে
স্তনে জমে উঠে বুনোফুল
পা মাড়িয়ে চলে যাওয়া অকেজো,
ফাটল ধরা গভীরে ভালোবাসা অতুল…
এই কি চেয়েছিলে?
তোমাকে তো আবার সবই মানায়
এমনকি রাত্রির জীমৃত আবদার
ফিরিয়ে দেয় হাত কয়েকবার।
তোমাকে তো আবার সবই মানায়
ভেঙে যায় রাক্ষুসে উদ্বাহ থাবায়।