যদি কখনও কবি হতে পারি
কবিতার বুলেটে বিক্ষত করে
চরম উষ্ণতায় ছুঁয়ে দিবো
নবপ্রসব ভাবনার মিনার তোমার।
আফ্রিকার প্রাণহীন বালিপথে
এঁকে দিবো কাঞ্চনজঙ্ঘা
গণতন্ত্রের প্রেক্ষিতে বৃটিশ কাউন্সিলে
চলাবো রাজতন্ত্র প্রেমের।
যদি কখনও কবি হতে পারি
কবিতার বুলেটে বিক্ষত করে
চরম উষ্ণতায় ছুঁয়ে দিবো
নবপ্রসব ভাবনার মিনার তোমার।
আফ্রিকার প্রাণহীন বালিপথে
এঁকে দিবো কাঞ্চনজঙ্ঘা
গণতন্ত্রের প্রেক্ষিতে বৃটিশ কাউন্সিলে
চলাবো রাজতন্ত্র প্রেমের।