Review This Poem

দিনঘড়ির কাটায় যান্ত্রিক শহরে নির্ঘুম রাত্রিচর এক ম্যাটপাই।
ক্রন্দনরোলে দেয়ালের প্রাচির ভাঙা আর্তনাদ অচেনা হাত,
নিদারুণ এক ক্ষাম্ত নশ্বর জীবন পড়ে আছে হিম ঠান্ডা নিথর।
খুব একা এই ম্যাটপাই। স্বতন্ত্রা প্রেমিকার প্রেমের আঘাতে বড্ড কাঙাল সে।
জীবনের সব লেনদেন ফুরিয়ে আধারের সাথে মানিয়ে চলা তার।
নিকট কোন চেনা হাতের স্পর্শে স্বপ্নের ঘোরে একতরফা দেহহনন।
সঙ্গম হয় তার বিষাদের সাথে, কখনও তর্জমা করে সে তার দুঃখ রাতের কথা।
রাতের শেষে আলোয় তার কোন বোঝাপড়া নেই, সে আঁধারেই থেকে যায়।
বড় একা এই ম্যাটপাই। শহুরে ম্যাটপাই। ছোট্ট একটা পাখি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments