4/5 - (1 vote)

প্রেম নিবেদক আমি, ম্লানাভ তোমার মুখশ্রী
অক্ষিগোছরহীনতায় সহস্র শতাব্দী কেটে গ্যাছে
প্রাতে সৃর্যের প্রকট রং হবে বলে কথা দিয়েছিলে
আজও নিরুদ্ধত প্রাণহীন দেহাবরণ পড়ে আছে;

অনিয়মে চাপা পড়ে আছে নিষ্প্রাণ সে প্রেম।
যে প্রেম অক্ষত ছিলো ছেঁড়া জার্নালে!
বৃষ্টি ফোটার খুব গভীরে ছিলে তুমি-
আমি ছিলাম তোমার অবলীল দেহের আড়ালে।

আমি নিরুদ্যম, নিষ্পাদিত মনো মম অমৃতে,
অবলোকন-অপহৃত তোমার দেহের ক্রান্তিবলয়ে-
নিদারুণ বক্ষ তোমার উষ্ণে বিকলাঙ্গ চাতক।
হয়রান আমি নব শ্রাবনের অপ্রতুল এ প্রণয়ে।

সাবলীল প্রকোষ্ঠ উৎকণ্ঠা নিরুৎসুক তুমি!
আমার দেহ প্রেমাবতার এক অন্তহীন প্রাণ-
আজ তুমিতে শেষ স্নান করতে উৎসুক;
তুমি দাওনি নিতে নিদারুণ তোমার দেহের ঘ্রাণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments