নির্বাসিত বিরহের আজ হয়েছে আবগাহন
বৃষ্টি স্নাত কষ্টের হয়েছে আজ আত্মহনন
বিনির্মাণ হয়েছে আজ ক্রন্দনের আধার গগণ
অযাচিত প্রেমের হয়েছে আজ ক্রমাগত প্লাবন।
ক্লান্তির অবকাশটুকু কেটেছে আজই প্রহরে
বঞ্চনায় যাপিত সুখে নিশিতে একা আমি আধারে
আমার বিসাদমুক্ত শয্যায় তুমি রোজ আসো ফিরে
প্রেমাঞ্জলী দিয়েছি আজই প্রাণের ভূমধ্য সাগরে।
আকাশ যেন কাঁপিছে আজই আমার নিকটতম বিরহের উন্মাদনায়,
মনের নিক্বণে সহসা পুলকিত আত্মা নিদারুণ আধিখ্যেতায়।
কেবলি আকাশ হতে চেয়েছি আকাশকুসুম ভাবনায়
কে যে আসে কে যে যায়? বিরহ বিভ্রম প্রাণেতায়।
ঘোর আধারে কান্নায় কোণঠাসা হৃদয়ে আমিও এক নাবিক
কম্পাসবিহীন নিশানাচ্ছুত আমার ভাবনার অতীত আমি নির্ভীক।