1/5 - (1 vote)

দুঃখবোধ অনাকাঙ্ক্ষিত যাতনা
নির্মোহ নিঃসংকোচিত জনপদে
আমাকে ভালোবেসে ভির করেছিলো-
নির্যাসহীন আক্ষেপের তন্ময়তা।
তাচ্ছিল্যের বেশে কবে যে কে
তাকিয়েছিলো অবজ্ঞার নিকষিত বাঁকাচোখে।
অবহেলায় স্বপ্নকে আলিঙ্গন করার লাবণ্যময়
বসন্তের প্রেক্ষিতে তীর্যকরোদের মতো
আমাকে ঘীরে ফেলেছিলো উপেক্ষার দেয়াল।
শহরের গায়ে সভ্যতার পৃষ্ঠে কবে যেন কারা
ইতিহাসের কালাহারি এঁকেছিলো
ঝড়ে যাওয়া পাতায় দমকা হাওয়ার আঘাতে
হারালো কৈশোরের যত অজানা স্বরলিপি।
মিহি কুয়াশার আস্তরণে আমাকে
জাপটে ধরেছিলো যত অবহেলার হায়েনা।
অনাকাঙ্ক্ষিত ক্রন্দনে পার্থিব কিছু
নিষ্ঠুরতা আমাকে আঁকড়ে রেখেছিলো যেন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments