প্রিয়তম ভবে,
কভু চাতক চাহনির উষ্ণ অনলে
দাহন করিছো মোরে
চির চঞ্চল কাতরতা নিয়ে খুঁজি গো তোমায় ভোরে।
বেহুদা বিফল অগ্নিকান্ডে কত যে জ্বলিছে বৃক্ষ
প্রিয়তমার লাগি আমারি পরান হইয়াছে তেমনি রুক্ষ।
তব কবে ভবে প্রিয়তমা মোর খুলিবে আপন দ্বার
দুঃখ ভরা এই কাতরতা নিয়ে সুখে ফিরিবো আবার।
ঘন জঙ্গল মাঝে লোকালয়ের সাজে যবে ঘুরিবো আপন সুখে
তেমনি দিনে মম শক্তি সঞ্চিয়ে তোমারে টানিবো বুকে।
বৃথা ব্যথ্যা মোরে জ্বালায়ে মারিছে দিচ্ছে না কভু সায়
প্রিয়তমার লাগি কেঁদে মরি মম নিঝঝুম নিরালায় ।
নিস্তব্ধতা মোরে করায়ে দেয় শুধু
তোমারি কথা যে স্মরণ
বক্ষ ভার কেটে মধু স্মৃতি ঝেটে
কভু জুড়ায়না কখনো পরান।
দিনের রবি হেঁসে উঠে যবে আপন দুঃখ ভুলে
তোমারে পাইতে মম কাঁদিয়া মরিবো পরাণ ও ধরিবো তুলে।
কাঁদিয়া কাঁদিয়া কাটায়েছি সকাল করিবো জীবন পার
তবু গুঞ্জন বাজো আশা রাখি আজো
তোমারে দেখিবো আবার