বঙ্গ দেশে বঙ্গ বেশে
গ্রাম্য নারীর মুগ্ধ কেশে
হীরা নয় নয়রে মনি
গ্রাম্য মা মোর মুক্তার খনি
গর্ব ধারনী, সর্বহারা
আপন মা মোর মাতোয়ারা
পরনারী কেশ ধ্বংসীবে তাতো
তেজ্য নাহি দাও নইবা পরাত
দাহ্য করিবে আপন গাত্র
হাবিয়া দোজখ তলে
যখন মায়ের মুখটি দেখিলে
কাবার সওয়াব মেলে।
ধারনী মা ও বরনী গাও মোর
নিখিল বিশ্বে তুচ্ছ
আপন প্রাণে গাঁথিব তাদের
ন্যয় হিরক, মুক্তা গুচ্ছ
আমারি প্রাণে দানে যে সুখ
আমারি আপন গাও
দুনিয়ার সর্গে ধান্য বর্গে
এতোকি শান্তি পাও।
2022-08-25