ল্যাম্পপোস্টের আলোতে তোমার,
মুখটা দেখা যাচ্ছে।
ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে আছে
তোমার চারপাশ।
খুব বেশি না হলেও
অল্প আলোতে রাস্তায়
হাঁটতে থাকা একাকী তুমি।
খুব ইচ্ছে করছিল তোমাকে
গিয়ে জিজ্ঞাস করি,
কেমন আছো অভিমানী?
আমার এখনও মনে পড়ে
তোমার সাথে শেষবারের
সেই শেষ কথাটি।
ভালো থেকো নন্দিনী
আমি ভালো আছি তো!
তোমার দেখানো পথে
তোমার সঙ্গী হয়ে
বাকীটা পথ হাঁটতে পারিনি
আজকাল কেমন থাকো তুমি?
খুব অভিমান হচ্ছে তাই না!
আমিও খুব অবাক হয়েছি
জীবনের এমন একটা মোড়ে এসে
তোমাকে এই ভাবে দেখবো কখনও ভাবিনি
ল্যাম্পপোস্টের আলোটা নিভু নিভু করছে
তুমিও ধীরে ধীরে যেন মিশে যাচ্ছো
অন্ধকারে অচীন গহ্বরে!