আমি খুঁজছি এতো কিছুর ভিড়ে-
একটা মুখ যেন কোন ভাবেই পাচ্ছিনা!
হ্যাঁ খুঁজে পেয়েছি, কিন্তু তোমার
মনটা এখন খুঁজে পাইনি।
আমি চেষ্টা করছি তোমাকে বুঝতে
সাড়া কি পাবো আমি?
হয়তো হ্যাঁ বা না তাতে
কিছুই আসে যায় না।
মনের চেষ্টায় মন পাওয়া যায়
কথাটা বড্ড বেমানান।
আমার কি শেষ হবে এই খোঁজ
মনের ভিতরে আকুল বেদনা,
তোমার কাছে পৌছাবে নাকি রবে নিখোঁজ।
রাত নামছে তবুও তোমাকে খুঁজছি
মনটা যেন অন্ধকারে
একফোঁটা আলোর জন্য অপেক্ষমান।