Review This Poem

এইখানে আশটে সোদা মাটির গন্ধ,
তীব্র বাতাস,
ফিঙে পাখিরা উদ্দেশ্যহীন উড়ে যায়,
মাথার ওপর..
এইখানে
বাতাস কথা কয়,
মেঘেরা গান শোনায়,
নীরবতার…
এইখানে ভোরবেলায় হাঁসেরা
খাদ্য খোঁজে কলমির ঝোপের নিচে..
এইখানে কিশোরী নাচে…
মাঠের আল ধরে
বিনুনি দুলিয়ে…
ছাগশিশুকে কোলে নিয়ে..
এইখানে আর কেউ নেই,
সূর্য নেই,
আগমনের আকাঙ্খা নিয়ে বসে একা আমি..
তোমার স্মৃতি নিয়ে..
আজ সূর্যের আগুনে ঝলসে নিব
ব্যথাতুর স্মৃতিদের..
বসে আছি তাই..।
শিকারি চিল যেমন ক্ষেতের আলে
ইদুর খোঁজে ফেরে..
ঠিক তেমনিভাবে তোমাকে খোঁজি
একরাজ্যের ক্ষুধা নিয়ে…
জোড়া বাধার তীব্র আকাঙা নিয়ে ঘুঘু ডাকে
এই ভোরের আলোয়..
আমি তোমাকে ডাকি না তাদের মতন..।
এইখানে বুক চিতিয়ে ওড়ে যাওয়া
ধবল বুকের ডানায় উৎসব হয়
এমনি উৎসবে মাতিয়াছি একা,
তুমি নেই..।
এইখানে
শ্যামার কালো শরীরে মন খারাপের আমেজ
দিব্যি কেটে বলছি
শ্যামরঙা তোমায় দেখলে কখনো
মন খারাপ হত না আমার,
তবুও তুমি নেই…।
এলেমেলো প্রলাপ ভেবে
দূরে ঠেলে দিয়েছো..বারবার
এমনিভাবে দূরে ঠেলে দিবে
আর কতবার?
কতবার ফেলে যাবে এইখানে,
একা.. মাঠের ভেতর?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments