প্রিয়তমা,এই বিস্তৃত
পাহাড়ের পাদদেশে
যেখানে মেঘমালা পাখি হয়ে উড়ে আসে
নিমিষেই মিলায়।
এইখানে,এই
চন্দ্রালোকিত জোচ্ছনায়
প্রিয়তমা,শুধু তোমাকেই চাই।
এইখানে
শত নক্ষত্রের ছায়ায়
শোকাহত আমি তোমার নীরব অহমিকায়..।
প্রিয়তমা, বিষাদের বৃষ্টি গায়ে মেখে
আর কতবার,
কতবার বলবে?
আত্মহুতি দাও;প্রিয়তম বিষাদ আমার।
এইখানে হাওয়া কথা বলে
পৃথিবীর প্রাচীনতম ভাষায়।
নীরবতা সাক্ষী করে
প্রিয়তমা, ভালোবাসি বলে
হারিয়ে যাব
কোনো এক পাহাড়ি রাস্তায়।
2022-12-25