4.5/5 - (2 votes)

সবাই সমুদ্রে যেতে বারণ করেছিল
তার আমরণ পণ সমুদ্র জয়ের
গভীর সমুদ্র, উঁচু উঁচু ঢেউ থামাতে পারেনি।

জাহাজ চলছেঃ
উত্তাল নীল জলরাশি কেঁপে কেঁপে উঠছে
অনন্ত শূন‍্যে যাত্রা চলছে অবিরাম গতি হারিয়ে
আকাশ মিশে গেছে সাগরে।

হঠাৎ একটা দ্বীপের সন্ধান
ক্রমশ তলিয়ে যাচ্ছে পানিতে
সহসা জাহাজে ফিরে আসার নির্দেশ কাপ্তেনের
মস্ত এক তিমি মাছের খপ্পরে সিন্দাবাদ।
ভীতু মানুষের-প্রতি মানুষের কাপুরুষতা
থামাতে পারেনি তাকে।
তিনি এগিয়ে চলেছেন নীল সমুদ্রের দিকে
তিনি পাড়ি দিয়েছেন গহীন আকাশ পানে
সাগর ছুঁতে।

সাগরের বুকে ধীরে ধীরে নেমে আসে সন্ধ‍্যা
রাত্রি গাঢ় থেকে গাঢ়তর হয়
আচমকা ভোর হলো
সূর্য উদিত হলো হালকা হলুদ আকাশে।

পাথরের দেয়াল ঘেষে উঠে গেছে এক পাহাড়
ভাসতে ভাসতে সিন্দাবাদ এসে পড়ে
এক অচেনা জায়গায়
যেখানে নেই বন্ধু-স্বজন।
সকালে ভেসে আসে ফুলের সুবাস
ফলের গাছটা চোখে পড়ে
ঝর্ণার জলে গোসল করতেই চাঙ্গা
হয়ে উঠে শরীর
হাঁটতে হাঁটতে এক তাগড়া ঘোড়ার
সন্ধান পায় সিন্দাবাদ।
সুলতানের নাম মিরজান
তার ঘোড়া প্রতিপালন করাই সৈন‍্যবাহিনীর কাজ।

অমূল্য অলঙ্কার আর বিশাল ধন-সম্পদে
অধিকারী এখন তিনি।
অবশেষে সিন্দাবাদ তার নিজের দেশে
জন্মভূমিতে।
আনন্দের বন‍্যায় কেঁপে উঠে বাতাস-আকাশ
আরব‍্য রজনীর ভারে নুয়ে পড়ে বিশ্ব
ভীতু মানুষেরা যদিও বরাবর সমালোচনায়।

তারপরও সিন্দাবাদদের যাত্রা থেমে থাকেনি আজো।
অজস্র সিন্দাবাদ স্বয়ং লালন করছি আমি।
তেমনি আরব‍্য রজনী আজো জীবন্ত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments