এগিয়ে এলেন বিখ্যাত জনৈক উপন্যাসিক
আশেপাশে নেই বিশিষ্ট জন বা বামপন্থী গোছের কেউ।
চা-দোকানী এগিয়ে গেলেন আঘাত করতে
সিগারেট ব্যবসায়ী বললো,
মুখে মুখে তর্ক করো!
জনৈক মুচি ক্ষণিক কাশলেন
চাপাতি নিয়ে ছুটে গেল
উপন্যাসিক অভিমুখে;
তিনি নির্বিকার, হাসলেন না,
কাঁদলেন না।
বুদ্ধিজীবী টাইপ উপন্যাসিককে
ঘিরে রেখেছে একশত মানুষ।
তারাও নির্বিকার, মুখে টু শব্দটি পড়ছে না
অবশেষে জনৈক উপন্যাসিক গুরুতর জখম হলেন।
আহত হয়ে বিদায় নিলেন
নীল নকশার স্পট থেকে।
ঠিক দশ দিন পর-
তাঁর প্রিয় বন্ধু জিগগেস করলো,
কেন এমন হলো?
তার হাসিমুখে জবাব,
আমি ব্যবসার লালায়িত স্বর্গের লোভ পছন্দ করিনা।
চা-দোকানীকে ধূর্ত ব্যবসায়ী বলার
যোগ্যতা আমার ছিলনা।
ছিল না নিচু মানুষকে ধমকাবার
সুকৌশল-সৎ সাহস।।
বন্ধুর শেষ প্রত্যুত্তর, সুশীল সমাজ মেনে নেয় যদিও।
উপন্যাসিকের জোরালো আওয়াজ-
প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের!!