5/5 - (1 vote)

শুক্লপক্ষের শেষ তিথিতে তোমার-আমার প্রেমের সূচনা
যেমন তুমি হারিয়ে যাবে চিরতরে
কোনো এক কৃষ্ণপক্ষে।
ব্রক্ষ্মদেব করেছিল আশির্বাদ যেমন-
ইন্দ্রদেব দিয়েছিল আসন্ন স্বর্গের পূর্বাভাস
স্বর্গের অপ্সরা সব নেচেছিল প্রথম জন্মে আমাদের তিথিতে
আমার পূর্বজন্মে তুমি ছিলে পদ্মফুল
আর আমি ছিলাম কৃষ্ণচূড়া।

তোমার জন‍্যে আমি হতে রাজি কিউপিড
ঘোষণা করতে রাজি এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের;
আমি রাজি মার্সের বরাত নিয়ে ক্ষত্রিয় বেশে
কোনো এক পলাশীর যুদ্ধ ডেকে আনতে।
হয়তো আমার সুন্দর ডানা দুটি ভেঙে
দিয়ে যাবে শত্রুপক্ষ।
তছনছ ক’রে দিয়ে যাবে সোনার কেল্লা।
তবুও
তীর-ধনুক হাতে প্রতিরোধ গড়ব আমি।

আত্মার শপথ-
কোনোভাবেই হারাতে দেব না সাইকিকে
কোনোভাবেই হারাতে দেব না আমার সাইকিকে।
মার্সের বর নিয়ে শপথ করেছিলাম যখন
আবারো দ্বিতীয় যুদ্ধের;
স্ট‍্যালিনের শক্ত দূর্গের চূড়া ভেদ করে
হেরে যাবো না দ্বিতীয়বার
যতোই দিক মানবপ্রজাতি লৌহমানবের খেতাব
আমি তখনো তোমারই।
কী কারুকার্যখচিত মসলিনে আবেসিত
ভালোবেসেছিলাম তোমাকে!!
হঠাৎ ভেসে আসে দূরে কোথাও দৈববাণী
—– হারানো বেহেশতি ডানা দুটি তুমি ফেরত পাবে আবারো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments