জেগেছি শ্রমিক, জেগেছি কৃষক
জেগেছি রাজপথ
কে আছে কোন রাজপুরুষ
ঠেকায় ভবিষ্যত।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
মানি না জাত ধর্ম
আমরা আজ এক হয়েছি
ধর্ম- মানব ধর্ম।
মিলেছি নবীন, মিলেছি প্রবীণ
মিলেছি সর্বহারা
না না না, মানব না
অত্যাচারীর তাড়া।
জপেছি এবার নির্ভয়ে
মুক্তির মহান মন্ত্র
দেখেছি লাল স্বপ্ন
সমাজতন্ত্র, সমাজতন্ত্র।