5/5 - (1 vote)

তুমি প্রলুব্ধকারিনী
মোহাম্মদ মুছা

তুমি প্রলুব্ধকারিনী,
ক্ষুব্ধ ঢেউয়ে টেনেহিঁচড়ে অতলে তলিয়ে যাওয়া
আমি ভেলারোহী নই তুমি গভীরে আছো বলে
আমি চির অপরাধী

তুমি প্রলুব্ধকারিনী,
হাজারো জোতিস্কো,গ্রহ,উপগ্রহে খুঁজতে খুঁজতে তোমায়; বেলা আজ অবেলা আমি থামিনি বলে
আমি চির অপরাধী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments