Review This Poem

অভিসারী
মোহাম্মদ মুছা

কখনো কখনো থমকে যায়
নিরবচ্ছিন্ন স্বপ্নগুলো বারবার
জাগরিত করে,
কেউ কি কখনো দেখেছো?
বুক ছিঁড়ে স্মৃতি বের করা যায়;
না, তা কখনো সম্ভব না,
পৃথিবীর সবার মতো আমিও মানুষ,
স্মৃতি সাথে বসবাস, সখ্যতা, আর কতো কি,
বেঁচে থাকার গল্প এখানে শেষ নয়,
শেষ নয় স্বপ্ন লালন, শেষ নয় প্রহর,
বসন্তের পর বসন্ত আসবেই,
আর তেমনি তুমিও ভিন্ন ভিন্ন সময়ে,
ভেবে দেখো,
তৃপ্তির ঢেকুরে উন্মাদ হয়ে অন্যর অধিকার হরন করছো,
অভিশপ্ত তৃপ্তি তোমায় আচ্ছাদিত করেছে
নীল বিষের ছোঁয়ার যন্ত্রণা
তোমাকে আবার ফিরে আনবে
অবিভক্ত ভালোবাসার কুঠিরে,

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments