১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর
আমাদের যাত্রা শুরু
একটি ধ্বংস-বিধ্বস্ত স্টেশন থেকে,-
আমাদের স্বাধীনতার ট্রেনটি ছেড়েছিল ;
অবশ্য বিনামূল্যে নয়,-
আমরা স্টেশন মাস্টারকে আমাদের বুকের
টকটকে লাল রক্তের বিনিময়ে উঠেছিলাম!
অথচ চালক,অর্থনৈতিক চূর্ণবিচূর্ণ পথ অতিক্রম করে
আমাদের এখনো পৌঁছাতে পারেনি গনতন্ত্রের গন্তব্যে!!