এভাবেই আমার যাত্রাটি ছিল:
রাতের নৈশব্দতায়,প্রভাতের কুয়াশায়।
যখন আমি চলে এসেছিলাম, –
সন্দেহপ্রবণ মানুষের শহর এবং
আবেগহীন কাকের শহর থেকে
অন্য শহরে, অন্য জীবনের পথে-
সবুজ তারপর হলুদ মাঠ পেরিয়ে
পরিবর্তনশীল আকাশের নীচে
যা আমি একবারও স্মরণ করিনি
আমার বসত ভিটা;
অথবা অতীতের জন্য নস্টালজিয়া অনুভব করিনি।
কেননা আমি যখন অন্য শহরে,
অন্য জীবনের পথে যাচ্ছিলাম, –
তখন আমার সাথে কোন জমকালো লাগেজ ছিলোনা;
কিংবা স্মৃতি রাখার জন্য অন্য কোন জায়গা।