Review This Poem

মৃদুল হাওয়ায় সুললিত পাখির ধ্বনিতে
মুখরিত রাজ পথে আমি হাঁটছি এমন স্নিগ্ধ প্রভাতে ।
কিন্ত অতিক্রান্ত রাতের নৃশংস খুনের বিদঘুটে –
ঘটনায় ক্রমশ মন্থর বেগে নির্মল বায়ু কালকূটে।
নির্দোষ শ্রথিত আত্মার রোল-আর্তস্বরে,
পাখির সুলেল কণ্ঠেলীন ব্যাথায় ভরে –
গোটা নগরী ভারাক্রান্ত। জনশূন্য রাজ সরণি!
ঊর্ধ্বে তাকিয়ে দেখি গোরস্থানের নামাঙ্কিত খুঁটির মতন,
দাঁড়িয়ে আছে সুশীল সমাজের এক-একটি বহুতল ভবন।
গৃহাভন্ত্যরে সুশীল সভ্য আত্মারা কত নম্র শিষ্ট
নিথর নীরব নৈঃশব্দময়!

অথচ অতীত রাতে এরা সবাই ছিলো বিনিদ্রত –
এবং প্রত্যক্ষদর্শী! এই নারকীয় হত্যাকাণ্ডে এরা জ্ঞাত,
প্রস্তর- মূর্তির সদৃশ দাঁড়িয়ে থেকে
সবকিছু অবলোকন করেছে নির্মম চোখে
শ্রথিত প্রাণের ব্যাকুলি করুণ আরতি!
আকর্ণনেও নিশ্চুপ এই গোবেচারা জাতি।

বরং এরা নিজেকে নিমিত্তে বাক-শ্রব-দৃষ্টি প্রতিবন্ধী
কিংবা মৃত বলে ঘোষণা করে! সাক্ষ্য জবানবন্দি –
থেকে নিজেকে বাচাঁতে।ফের অধীর অপেক্ষায় –
কোন পত্রিকায়?বর্ণনা কেমন? প্রথম পাতায়?
কৌতুহল ভরে দেখতে পুনরুৎপত্তি হয় পুনর্বার!
এই সভ্য-ভব্য সুবিধাবাদী সুশীলদের প্রতি ধিক্কার!
পরবর্তী শতাব্দীর প্রজন্মের জন্য কালের কালিতে
লিপিবদ্ধ একবিংশ শতাব্দীর সমাজ তন্ত্র গ্রন্থে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments