আচ্ছা মহানন্দা, তুমি কি জানো?
কবি কে? আসলে কবি একজন নকলনবিশ,
অসম্ভব ভালো একজন অভিনেতাও বটে।
যে তার কৃত্রিম ভাবপ্রকাশে এতো ভালো
বাস্তবে অনুভব করা বেদনাকেও ছাড়িয়ে যায়।
আর যারা তার কাব্য-কথাগুলো পড়বে
তারা তার লেখায় অনুভব করবে
কবির কোন যন্ত্রনা নেই!