আমার একটা মানুষ হবে-
আমার সাথে ইচ্ছেমতন কইবে কথা
বুঝবে আমায়,খুঁজবে আমায়,বইবে ব্যথা।
সেই মানুষের কাজল আঁকা চোখ থাকবে,
চাঁদের মতন ঈষৎ বাঁকা মুখ থাকবে,
বা কপোলে ছোট্ট একা তিল থাকবে,
তিলের সাথেও আমার মনের মিল থাকবে,
কপাল জুড়ে চিন্তা মতন দাগ থাকবে,
তার পাশেতেই ভালোবাসার রাগ থাকবে,
শূন্য চোখে আমায় দেখার রোগ থাকবে,
না দেখাতে অকাল ব্যাধির শোক থাকবে,
অবাক মেয়ে কাঁদতে গিয়েও হাসবে শেষে,
তার জীবনের শেষ হাসিটাও আমায় ভালোবেসে।