Review This Poem

প্রিয় ফুল,
আপনাকে আন্দোলিত করবার মতো শব্দ বিন্যাস আমার জানা নেই,
এমন কোন বাক্য জানা নেই যা আপনাকে এতটুকু ভাবাতে পারে।
আপনাকে বিশেষিত করবার মত বিশেষণ বাংলা ব্যাকরনও জানে না হয়তো।
আপনার প্রেমের দহনে ধ্বংস হতে পারতো প্রাচীন ট্রয় নগরী,
অথবা ফুল ফোঁটাতে পারত অ্যান্টার্কটিকা,আর্কটিক অথবা সাহারায়,
ভিসুভিয়াসের শরীর ভেজাতো শীতল জলরাশি।

প্রেমের দেবী আফ্রোদিতিকে আমি বিনা সংকোচে পাশ কাটিয়ে চলে যেতে পারি, আপনাকে পারি না।
আফসোস হয়, আমি যদি আপনার খুব পরিচিত কেউ হতাম—
আরেক জনম পেলে,
নির্দিধায় আপনার কপালের টিপ হতে চাইবো,
আপনার পা রাঙানো আলতা হবো,
আপনার সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দেয়া চোখের কাজল হবো,
এইতো আমার পূর্ণতা—
আর কী চাই?

আপনার প্রেম চেয়ে আমার রাত্রি-সকাল উজাড়
আমাকে কষ্ট দিতে আপনার কত আয়োজন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments