আমি এক কষ্ট সওয়া, কষ্ট বওয়া নষ্ট মানুষ
রঙিন সুরে শুরু হয়েও ম্লান হয়ে এসেছে আমার সবকটা দিন
দুঃখ হয়ে কতটি ফুল ভেসেছে, জলের অনলে, কেউ জানে না।
তৃষাতুর পাখিও বহুবার জানান দিয়েছে,দুপুরের রোদে,
আমার কষ্টের আদি-অন্ত।শৈশব,কৈশোর এবং যৌবন।
অবসরে দুঃখেরা আমাকে শ্লোক শোনায়, তাতেও এক নদী কষ্ট মিশ্রিত থাকে।
ব্যাস্ততার সুযোগ নিয়ে দুই চোখ অন্ধকার করে জানান দেয়, দুঃখ।তার আধিপত্য
আমার কষ্টে নক্ষত্র খসে যায়, ধসে যায় আকাশের খুটি-
আমার সুখ চেয়ে নেক্রপলিসে নতুন জীবনের সঞ্চার, অবিচল কালো চোখ দুটি!