তোমার চোখে কখনো জল দেখিনি
আমি তাকাই তোমার চোখে
কাজলে লেপ্টে গড়িয়ে পড়ছে ছল
তোমার মুখ ভাবলেশহীন, যেন সবকিছু সত্য।
আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেও ভালোবাসি—রকমের মনে হয়েছে তোমাকে প্রতিবার
ছলনার স্বচ্ছ—শাদা একটা জাল
তোমার চন্দ্র বিলাসী মুখ
চোখ ঢেকে যাওয়া একগোছা চুল
তোমার সত্য-র আদলে মিথ্যে বলা
আমি কিছুই বুঝিনি, কিচ্ছু না।
আমার মনের উপর তোমার মায়ার বিস্তার হয়েছে—
জ্যামিতিক হারে,
প্রতি মূহুর্তে মোহিত হয়েছি তোমার বলায়-চলায়
জানো! তোমার কারণে বিশ্বযুদ্ধের অবতারণা হলেও আমি চমকাবো না
যেনো এটা হওয়ারই ছিলো
আমি হেঁটে যাবো আমার গন্তব্যে
হয়তো আনমনে বলে ফেলবো,
ফ্লোসি—বাট—ডিসেপটিভ…
তবু আমি চমকাবো না একটুও।