এক জীবনের দুঃখ ভীষণ তার পাশে কেউ নেই,
এক জীবনের উচ্ছলতা,”এইতো আমি এই।”
একটা জীবন কেঁদেই বলে, বেঁধেই রাখো সাথে
একটা জীবন বুক ছুঁইয়ে,”হাত রাখো এই হাতে।”
একটা জীবন কষ্ট নিয়ে, পেরোয় হাজার চাঁদ,
একটা জীবন ভীষণ রঙিন, মাথায় সুখের ছাদ।
একটা জীবন কেঁদেই সারা, কেউ মুছেনি চোখ-
একটা জীবন সুখেই বাঁচে, ছোঁয়নি তারে শোক।
একটা জীবন অসুখ হলে, দুচোখ ভাসায় হেসে
একটা জীবন দুঃখ নিয়েও, কাটায় ভালোবেসে।
2021-09-21