5/5 - (2 votes)

ভালোবেসে প্রেমিকাকে ফুল দিই, টকটকে লাল গোলাপ।
হাত পরিবর্তনেই মাটিতে আছড়ে পড়ে গোলাপ,
প্রেমিকার প্রত্যাখ্যান করা গোলাপ ব্যাথা হয়ে আমার পাশে হাঁটে,
আমার হাত বয়ে নিয়ে যায় লাল গোলাপ
প্রত্যাশিত নারী আমার পাশে হাঁটে না।
হলদে খামে সুগন্ধি মেখে, একটা চিঠি পৌঁছে দিই প্রেমিকার ঠিকানায়,
পড়ার টেবিলেই মুখবন্ধ খাম পরে থাকে একযুগ।
ভরদুপুরে দারাজ কন্ঠে দুঃখেরা কষ্ট পরে,
মোহ-মায়া ধুলোয় মিশে যায়
প্রত্যাশিত নারী আমার প্রেম পড়ে না।

[অপূর্ণ ]

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments