বাংলা কবিতা, আয়নার দাগ কবিতা, কবি মুনিরা চৌধুরী - কবিতা অঞ্চল
3.7/5 - (4 votes)

আয়না হতে পিছলে পড়েছে মুখগুলো
আজ তোমার মুখের গভীরে দেখি ভেঙে-যাওয়া সেই আয়নার দাগ।

বিবর্ণ থৈ থৈ
বিধবার শাদা চোখের মতো চারদিক…
হে দিন, হে রাত্রি, হে বসন্ত, হেমন্ত মৌসুম
হে প্রজাপতির ডানা, পাখির পালক, হে বৃন্দাবনের সিঁদুর
কোথাও কোনো রঙ নেই

আমাদের মেহদীবাগান কালো কুয়াশার নিচে ঢাকা পড়ে আছে।

শুনেছি পাথরে মেহদীপাতা ঘষলে রঙের হলাহল বের হয়ে আসে
আমি আজ হৃৎপিণ্ডকে পাথর বানিয়ে নিয়েছি।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Moheuddin
Moheuddin
2 years ago

আপা আপনার কথা গুলো রয়ে যাবে মনের গহীন অন্ধকারে মোমের আলো মত ❤️ 😢