একটা শুদ্ধ আত্মার সন্ধানে পার
হয়ে এলাম কতো মেহগনির বন, সকালের দোষহীন হাওয়া মেখে ঘুরে বেড়ালাম অজস্র ফুলের দেশ—পূণ্যাত্মার খোঁজ মিললো না,
রাশি রাশি পাপ আজন্ম সাথে রয়ে গেলো।
তথাকথিত সৎ সভ্যেরা ঘৃণার মোড়কে
জিকির তুললো পরশ্রীকাতরতার, অযাচিত বৈরিতার। আমার আর ফেরা হলোই না সুফিদের দহলিজে।
শুনেন, আমি তো আপনার সুদীর্ঘঃশ্বাসের ভিতর রচনা করবো অন্য এক অবোধগম্য সুফিখানা। আমারে পড়ে পড়ে
মানুষ হয়ে উঠবে বিহ্বল সেই পাখির ছানার মতোন—যার জন্মই হয় ভালোবাসার নিগূঢ় সমাধিতে।