1/5 - (1 vote)

বিষন্ন দুপুরের রোদরেখা ধরে
হারিয়ে যাচ্ছে বয়স, অলক্ষ্যে—
বিলীয়মান ঢেউয়ের মতোন।

যেভাবে ভেঙে যাওয়া পাড়
নতুন কোনো চর হয়ে
ভেসে ওঠে অন্য পানির বুকে—নীল,
সেই বিষাদ-থরথর, ভঙ্গুর নিঃশ্বাস
জড়িয়ে ধরে বাঁচে পুষ্ট চরের জমিন—
নতুন ভাঙনের পৈচাশিক উল্লাসে।

জানেন? কারোর জীবন নির্বাসিত—
এমন একটা দান্দ্বিক মৌনতায়, যার
হেরে যাওয়াতেও থাকে অদ্ভুত ঐশ্বর্য!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments